শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গাড়ি, চেকের পর এবার স্বর্ণমুদ্রা দিলেন তামিল প্রযোজক!

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৪

সিনেমার সাফল্যে উদার হয়ে গেলেন তামিল প্রযোজক কালানিথি মারান। প্রথমে সিনেমার নায়ককে উপহার দিয়েছিলেন বিএমডাব্লিউ এক্স৭ মডেলের বিলাসবহুল গাড়ি। পরিচালক ও সংগীত পরিচালককে দিয়েছিলেন চেক। এবার তিন শতাধিক ক্রু সদস্যকে স্বর্ণমুদ্রা উপহার দিয়ে উদযাপন করলেন সিনেমার সাফল্য।

বলছি, গত ১০ আগস্ট মুক্তি পাওয়া তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেইলার’ সিনেমার কথা।

মুক্তির আগেই সিনেমার বিভিন্ন রাইটি বিক্রি করে খরচের ৬০ শতাংশ অর্থ আয় করে ফেলেন ২০০ কোটি রুপি বাজেটের ‘জেইলার’। আর মুক্তির পর মাস শেষ হতেই নেলসন দিলীপকুমার নির্মিত সিনেমার আয় ৬০০ কোটি রুপিতে উপনীত হয়। সিনেমাটি এখন বিশ্বজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা। আর এতেই খুশি হয়ে সিনেমা সংশ্লিষ্টদের পুরস্কৃত করেন প্রযোজক। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তামিল সুপারস্টার রজনীকান্তের সিনেমা মুক্তি পা্ওয়া মানে তামিলনাড়ুতে অঘোষিত ছুটি। ছুটি পেয়ে দর্শক ও ছুটে যায় সিনেমা হলে। কিন্তু গত দুই বছর এই সুযোগ পাচ্ছিলেন না তারা। দুই বছর ফিরেই ‘জেইলার’ সিনেমার মাধ্যমে দর্শককে সিনেমা হলে যা্ওয়ার সুযোগ করে দিয়েছেন রজনীকান্ত। আরে এতেই ফুলেফেঁপে উঠেছে সিনেমাটির বক্স অফিস।

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেইলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ কর্মকর্তা বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাতে আরো অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীলসহ আরও অনেকে।

ইত্তেফাক/এএম/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন