কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির নাম ঘোষণা করে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ। মো. আনোয়ার হোসেন মোল্লা সুমনকে সভাপতি, মো. ফয়েজ ওমান খানকে সাধারণ সম্পাদক এবং লুৎফুর রহমান নয়নকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন বর্তমানে স্মার্ট ছাত্রলীগ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা, বৈশ্বিক উন্নয়নের রোল মডেল, বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা উন্নত আধুনিক স্বনির্ভর স্বদেশ গড়ার কারিগর; প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার যে হাতে নিয়েছেন, তা বাস্তবায়নে বাংলাদেশ রাষ্ট্র গঠনে নেতৃত্ব দানকারী সংগঠন, শহীদের রক্তস্নাত বাংলাদেশ ছাত্রলীগ দেশের ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে বদ্ধপরিকর।
ইতিমধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। স্মার্ট বাংলাদেশ আইডিয়া কনটেস্ট, স্মার্ট ইয়ুথ ক্যাম্প, ডেভেলপমেন্ট কুইজ, সজীব ওয়াজেদ জয় প্রোগ্রামিং কনটেস্ট, অ্যাকাডেমিক কনফারেন্স, স্মার্ট বাংলাদেশ অলিম্পিয়াডসহ আরও যুগোপযোগী কর্মসূচি ছাত্রলীগ গ্রহণ করেছে। পাশাপাশি বিভিন্ন ইউনিটকেও উপযোগী সাংগঠনিক নির্দেশনা দিয়েছে। সেই মোতাবেক কিশোরগঞ্জের ছাত্র রাজনীতিকে গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছেন স্মার্ট ছাত্রলীগ নেতা লুৎফর রহমান নয়ন। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের ঝরে পড়া ছাত্রনেতা এবং তৃণমূল নেতাদের পাশে থেকে স্মার্ট ছাত্রলীগ গড়ার প্রত্যয় তার রয়েছে এবং সেই অনুযায়ী নির্দেশনা দিয়ে আসছেন।
ছাত্রলীগ নেতা লুৎফর রহমান নয়ন এর আগে ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক। বাবা আবুল কাশেম প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। বর্তমানে অবসরে। তার মা লুৎফুন্নেছা কিশোরগঞ্জ যুব মহিলা লীগের সহ-সভাপতি ও বড় ভাই হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।