পটুয়াখালীর কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘের দু’টি বার্মিজ পাইথন অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার স্বেচ্ছাসেবকরা। শনিবার(১৬ সেপ্টেম্বর) লেম্বুরবন এলাকায় বনবিভাগের সহায়তায় সাপদুটিকে অবমুক্ত করে তারা।
দুইদিন আগে কলাপাড়া পৌর শহরে কয়েকজন বেদে সম্প্রদায়ের লোকেরা দোকানদারদের কাছে এই সাপের ভয় দেখিয়ে টাকা দাবি করে এবং চাঁদাবাজি করার সময় সাপদুটিকে উদ্ধার করা হয়।
অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, গত দুই তিন দিন আগে আমরা কলাপাড়া পৌরসহর থেকে এই সাপ দুটি উদ্ধার করি। স্থানীয় দোকানদাররা আমাদেরকে ফোন করেন এবং বলেন যে এখানে বেদে সম্প্রদায়ের কিছু মানুষ সাপের ভয় দেখিয়ে টাকা চাচ্ছে। পরে আমরা বন বিভাগের সবাইকে তাদেরকে আটক করে সবগুলো উদ্ধার করি।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অ্যানিমেল লাভার্স দীর্ঘদিন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে। তারা প্রশংসা কুড়ানোর মতো অনেক কাজ করছে।