বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়

সম্মিলিত সাংস্কৃতিক জোটের দেশব্যাপী কর্মসূচি শুরু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:২২

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন শুরু করেছে সংস্কৃতি কর্মীরা। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের  ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ কর্মসূচির  সূচনা পর্বের উদ্বোধন করা হয়। এসময় একযোগে সিলেট, কুমিল্লা, পটুয়াখালী, সাতক্ষীরা, জয়পুরহাট, যশোর, রাজশাহী, কিশোরগঞ্জ-এ কর্মসূচি পালিত হয়। মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বাংলাদেশকে সমুন্নত রাখার লক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট দেশ জুড়ে এ কর্মসূচি পালিত হচ্ছে। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতারা বলেন, রাষ্ট্রের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের চেতনায় একটি শক্তিশালী জাতি গঠনের জন্য সাংস্কৃতিক সংহতির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতেই এ আন্দোলন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে বক্তব্য রাখেন জোটের সিনিয়র সহসভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ, সহ-সভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ইকবাল খোরশেদ। স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহকাম উল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জোটের সাংগঠনিক সম্পাদক  আজহারুল হক আজাদ।

সাংস্কৃতিক পর্বে লেখক-গবেষক গোলাম কুদ্দুছের গ্রন্থনায় ‘চাই সম্প্রীতির বাংলাদেশ’ শিরোনামে সংগীত ও নৃত্যানুষ্ঠানে আবিদা রহমান সেতুর সংগীত পরিচালনায় ও ওয়ার্দা রিহাবের নৃত্য পরিচালনায়, মো. আহকাম উল্লাহ গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা ‘সংস্কৃতির বাংলাদেশ’ এবং আবুল কালাম আজাদের রচনা ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় নাটক ‘ঠিকানা’ পরিবেশন করা হয়। সারা দেশের ৬৪ জেলায় ধারাবাহিকভাবে একই কর্মসূচি পালিত হবে। 

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন