সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পর্তুগালে 'আমাদের বিয়ানীবাজার' বইয়ের  মোড়ক  উন্মোচন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৫

বিয়ানীবাজার পরিবার,পর্তুগাল বিয়ানীবাজারের ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রকাশিত 'আমাদের বিয়ানীবাজার’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। রবিবার রাতে (১৭ সেপ্টেম্বর) রাজধানী লিসবনের  স্থানীয় একটি রেষ্টুরেন্টে এই অনুষ্ঠান হয়।

আবুল হাসনাতের সভাপতিত্বে ও ফয়জুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্যা এ্যাফেয়ার্স মো:আলমগীর হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন পর্তুগাল বিএনপির সভাপতি ও কমিউনিটি নেতা অলিউর রহমান, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দিন, সাজিদ মোহাম্মদ, পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: দেলওয়ার হোসাইন, পর্তুগাল বিএনপির যুগ্ন সম্পাদক মুকিতুর রহমান সেলিম, পর্তুগাল আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এমরান হোসেন ভূঁইয়া, প্রচার সম্পাদক রেজাউল বাসেত শিমুল, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক বিল্লাল রেজা, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজমল হোসাইন, আওয়ামী লীগের সহ আইন সম্পাদক ইসমাইল জুয়েল, বরিশাল এসোসিয়েশনের সভাপতি শাহীন সাইদ, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, পর্তুগাল বিএনপি নেতা সাইফ উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগ নেতা রুহেল আহমেদ, সেবুল আহমেদ, যুবলীগ নেতা জাবেদ মাহমুদ, কাওছার আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সুজন আহমেদ।

বিয়ানীবাজার পরিবারের পক্ষে বক্তব্য দেন জিল্লুল হক, জুবের আলম, বিল্লাল আহমেদ, সাব্বির আহমদ, ঝুমন আহমদ, শাহ এবাদ, সালাহ উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল কাইয়ুম, সাদিক, আবু তাহের, ইকবাল, রাজন আহমেদ প্রমুখ।

ইত্তেফাক/এসসি