একুশে পদকপ্রাপ্ত সদ্যপ্রয়াত কবি মোহাম্মদ রফিক স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র আয়োজনে চার দিনব্যাপী ‘কবি মোহাম্মদ রফিক আবৃত্তি উৎসব-২০২৩’ শুরু হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর গুণীজন সম্মাননার মাধ্যমে এই উৎসব শেষ হবে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে আনন্দ র্যালির মাধ্যমে এই উৎসব শুরু হয়। উৎসবের সকল পরিবেশনা প্রতিদিন সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে পরিবেশিত হবে।
উৎসবের দ্বিতীয় দিন ধ্বনি’র প্রযোজনায় ও মাহাজাবিন সাওদা জাহানের গ্রন্থনা ও নির্দেশনায় ‘তোমার আমার এই যুদ্ধক্ষেত্রে’ পরিবেশিত হবে। এছাড়াও ওইদিন একক আবৃত্তি করবেন মাহমুদা আখতার এবং কবি ও সাংবাদিক শিমুল সালাহউদ্দিন।
তৃতীয় দিন স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের প্রযোজনায় ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এবং কবি মোহাম্মদ রফিক স্মরণে স্মৃতিপাঠ ও নীরবতা পালন অনুষ্ঠিত হবে।
চারদিন ব্যাপী এ আয়োজনে গুণীজন সম্মাননা গ্রহণ করবেন প্রখ্যাত কথাসাহিত্যিক, গবেষক ও প্রাবন্ধিক আকিমুন রহমান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। এছাড়া উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী ও প্রথিতযশা বক্তিবর্গ উপস্থিত থাকবেন।