শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পোষা প্রাণী থেকে হতে পারে এলার্জি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫২

ঘরে পোষা প্রাণী রাখার অভ্যাসটা বহু আগে থেকে থাকলেও এখন একটু রদবদল হয়েছে৷ বাড়িতে বিড়াল কিংবা কুকুর পালার এখন বেশ চল৷ তবে আপনার তুলতুলে নতুন বন্ধুর কারণে কিছু ঝামেলাও হতে পারে। অধিকাংশ সময় তা স্বাস্থ্যগত হয়ে থাকে। 

পোষা প্রানীর কারণে এলার্জির সমস্যা দেখা দিতে পারে। অনেকেই ভাবেন যে এসকল সমস্যা থাকলেই পোষা প্রাণী রাখা যাবে না। তবে একটু সতর্ক থাকলেই সমস্যাগুলো এড়ানো যায়৷ এসকল সমস্যা হলে কিভাবে নিস্তার পাবেন? বা কি করণীয় হতে পারে? তা নিয়েই আজ আমাদের আলোচনা। 

পেট এলার্জি কেন হয়?
বর্তমান সময়ে এলার্জির মাত্রা বেড়ে গেছে। অন্তত ত্রিশ বছর আগেও এমনটি ছিলো না। এর কোনো সুনির্দিষ্ট কারণ আমাদের জানা নেই। তবে শারিরীক কসরত এবং স্বাস্থ্যসচেতনতার অভাবে এমনটা হয়৷ বিশেষত পোষা প্রাণীর দেহে কিছু অনুজীব বাস করে। খুব ছোট বয়সে কোনো শিশু যদি পোষা প্রাণীর সংস্পর্শে থাকলে এলার্জির সমস্যা হয় না৷ মূলত মাইক্রোবের সঙ্গে মানিয়ে না নেওয়ার প্রবণতাই দায়ী। 

  • পেট প্রোটিন এলার্জেন একটি বড় কারণ আপনার এলার্জির। সেক্রেটোগ্লোবিন, লিপোক্যালিনস, কেলিক্রেইনস নামক তিনটি প্রোটিন মূলত এই এলার্জির জন্যে দায়ী। 

  • বাইরের অনেক কিছু থেকেই আপনার পোষা প্রানী কিছু উপাদান বহন করে আনতে পারে যাতে এলার্জি হয়ে ওঠে৷ সেগুলোর ব্যাপারে লক্ষ্য রাখতে শিখুন।
  • অনেক সময় পোষা প্রাণী নোংরা স্থানে যাতায়াত করার অবাধ সুযোগ পেলে শরীরে অনেক বাজে মাইক্রোব বহন করে নিয়ে আসে।
ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন