কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ নিয়ে হোয়াইট হাউস গভীরভাবে উদ্বিগ্ন। এ সংশ্লিষ্ট যে কোনো তদন্তে কানাডাকে সহযোগিতা করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্স
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি এ কথা বলেন। তিনি বলেন, 'আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা ভারতকে (হত্যার তদন্তে) পূর্ণ সহযোগিতা করতে উৎসাহিত করছি।'
সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা করেছেন, গত জুনে ব্রিটিশ কলম্বিয়ায় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় নয়াদিল্লির এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। কানাডার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে বিষয়টি নিয়ে অনুসন্ধান করছে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের যোগসূত্র থাকার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। কানাডায় শিখ কার্যকলাপ নিয়ে নয়াদিল্লি অসন্তুষ্ট হওয়ায় এই বিরোধ কূটনৈতিক সম্পর্কের জন্য একটি নতুন ধাক্কা।
এদিকে গত মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের বিরুদ্ধে ট্রুডোর অভিযোগের কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রসহ ঘনিষ্ঠ মিত্রদের শিখ নেতা হত্যার প্রকাশ্যে নিন্দা জানাতে বলেছিল কানাডা। কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল বলে শোনা যায়। এ বিষয়ে জন কিরবি বলেন, 'যুক্তরাষ্ট্র কানাডার অভিযোগ প্রত্যাখ্যান করেছে বা প্রত্যাখ্যান করছে- এমন খবর সত্য নয়। কিছু সংবাদমাধ্যমে জল্পনা-কল্পনা চলছে...।'
গোয়েন্দা জোট 'ফাইভ আইজ'র বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা চলতি মাসে নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের কয়েক সপ্তাহ আগে হরদীপ সিং নিজ্জার হত্যার বিষয়টি ব্যক্তিগতভাবে উত্থাপন করেছিলেন। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মিত্রদের হরদীপ সিং নিজ্জার হত্যার প্রকাশ্যে নিন্দা জানাতে বলেছে কানাডা।