বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আবু তাহের বলেছেন, ‘দেশি-বিদেশি র্যাংকিংয়ে স্থান পেতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যেকোনো কাজের শেষ ধাপ পর্যন্ত দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশে এগিয়ে থাকতে এবং নেতৃত্ব দিতে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।’
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে আইকিউএসি’র আয়োজনে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অধ্যাপক মো. আবু তাহের ‘এপিএ ফরমুলেশন, ইমপ্লিমেন্টেশন এ্যান্ড চ্যালেঞ্জেস’ ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান ‘এপিএ ইমপ্লিমেন্টেশন ইন জাহাঙ্গীরনগর’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন।
অধ্যাপক মো. আবু তাহের বলেন, ‘সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য সুষ্ঠু কর্মপরিকল্পনার প্রয়োজন রয়েছে। সুষ্ঠু কর্মপরিকল্পনা আমাদের চুড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘দেশে ও আর্ন্তজাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। আশা করি, প্রশিক্ষণ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার প্রমুখ।