বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাবিনাদের বিপক্ষে জাপানের বড় জয়

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২১

নারী কিংবা পুরুষ ফুটবলে বাংলাদেশের সামনে জাপান হচ্ছে পাহাড়সম। বিশ্বকাপ ফুটবলে খেলে জাপান চ্যাম্পিয়নও হয়েছে। আর বাংলাদেশ হচ্ছে সাফ চ্যাম্পিয়ন এবারই প্রথম এশিয়ান গেমসে খেলছে। এবছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ ফুটবলে জাপান খেলেছে  কোয়ার্টার ফাইনাল। বিশ্বকাপে খেলা সেই দলটা এশিয়ান গেমসে না আসলেও জাপানের মতো শক্তিশালী ফুটবল দেশের বড় বড় সব খেলোয়াড়দের সামনে বাংলাদেশের সাবিনা খাতুন, সানজিদা আক্তার, কৃষ্ণা চাকমা, রূপনা চাকমা, মনিকা, মারিয়া, শিউলীরা খুদে ফুটবলারের সমান। বাস্তবতা মেনেই চলতে হবে। তাদের কাছে বড় হার হবে সেটাই আগেই অনুমেয় ছিল। 

গতকাল চীনের হ্যাংজু এশিয়ান গেমস নারী ফুটবলে বাংলাদেশ ০-৮ গোলে হারলেও স্বস্তি হচ্ছে আরও বড় ব্যবধান হয়নি। ৮ গোল ঝড়ের সমান। কিন্তু এই ৮ গোল করতে জাপানের ফুটবলারদেরও ঘাম ঝরাতে হয়েছে। প্রথমার্ধে ৪-০। দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল। সাবিনারা মন খারাপ না করলেও চলবে। জাপান এশিয়ান গেমসে এসেছে স্বর্ণ পদক জয় করতে। বাংলাদেশের সেই সম্ভাবনা নেই। বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। আছে ভিয়েতনাম এবং নেপাল।

জাপানের বিপক্ষে বাংলার নারী ফুটবলাররা ভালোই খেলেছে। সুনামী ঝড় সামাল দিতে পুরো রক্ষণভাগ হয়ে যায়নি। আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে। ফুটবলাররা কোথায় কোথায় ভুল করে কতোটা সহজেই ভেঙ্গে পড়ে সেটাই দেখার চেষ্টা করেছেন কোচ সাইফুল বারী টিটু। জাপানের বিপক্ষে এতো বড় টুর্নামেন্টে কখনোই খেলেনি। এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। টিটু মনে করছেন জাপানের বিপক্ষে ম্যাচটা যারা দেখেছেন তারা সহজেই বুঝবেন ওদের মধ্যে আমাদের দলের পার্থক্যটা কোথায়। কোচ টিটু হতাশ না। তার মেয়েদের প্রশংসা করেছেন। তবে বাস্তবতা হচ্ছে এসব বড় বড় দলের বিপক্ষে ম্যাচ খেললে বাংলাদেশের ফুটবলারদের অভিজ্ঞতাও বাড়বে। এর আগে ফিফা ৯৪ বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশ জাপানের বিপক্ষে ৮-০ গোলে হেরেছিল।   

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন