বেড়াতে যেতে কার না ভালো লাগে। এই যান্ত্রিক জীবনের থেকে একটু দূরে গিয়ে নিজেকে রিফ্রেশ করে নিতে চাই সবাই। আর তাই মাঝে মাঝেই অফিস কিংবা ব্যস্ততা থেকে ছুটি নিয়ে চলে যাই বেড়াতে। কিন্তু আমাদের অনেকেরই হয়তো জানা নেই যে, ঘুরতে যাওয়ার আগে প্রয়োজন কিছু প্রস্তুতির। তা না হলে অনেক সময়ই সঠিক পরিকল্পনার অভাবে আমাদের ভ্রমণ তেমন আনন্দের নাও হতে পারে। তাই জেনে নেওয়া যাক কিছু ভ্রমণ টিপস—
যেভাবে শুরু করবেন
- ভ্রমণের আগের রাতে ভালো করে ঘুমানো দরকার।
- ভ্রমণ শুরু করার আগে ভরপেট না খাওয়া ভালো।
- ভ্রমণ এলাকায় কোনো রোগের প্রাদুর্ভাব আছে কি না তা জেনে নিন।
- বিশেষ কোনো অসুখ থাকলে প্রয়োজনীয় ওষুধ সাথে নিতে ভুলবেন না।
- যানবাহন চলাকালে কোনো বই বা খবরের কাগজ পড়বেন না এবং মোবাইলে ইন্টারনেট ব্যবহার হতে বিরত থাকুন। কেননা এতে করে চোখের উপর মারাত্মক চাপ পড়ে।
- দীর্ঘ ভ্রমণে পা দুটো যতটা সম্ভব ছড়িয়ে বসবেন। মাঝে মাঝে পা নাড়াচাড়া করুন যাতে রক্ত চলাচল ঠিক থাকে। একটানা বেশিক্ষণ না বসে মাঝে মাঝে হাঁটুন।
সঙ্গে যা যা নেবেন
- ট্রাভেল ব্যাগ;
- গামছা অথবা তোয়ালে;
- অতিরিক্ত কাপড় (প্রয়োজন অনুযায়ী);
- ক্যাপ;
- সানগ্লাস;
- টিস্যু পেপার;
- আগুন জ্বালানোর জন্য ম্যাচ;
- বন্য এলাকা হলে কয়েল নিতে হবে;
- পানির বোতল;
- সাবান, শ্যাম্পু;
- লোশন, বডি স্প্রে;
- টুথব্রাশ ও টুথপেস্ট;
- আয়না, চিরুনি;
- নোটবুক, কলম;
- টর্চ লাইট + অতিরিক্ত ব্যাটারি;
- ক্যামেরা + ব্যাটারি + চার্জার;
- মোবাইল + অতিরিক্ত আরেকটা ব্যাটারি;
- বাইনোকুলার।
ফার্স্ট এইড কিট হিসেবে নিতে পারেন
- অ্যান্টিসেপটিক মলম;
- লিউকোপ্লাস্ট;
- খাবার স্যালাইন;
- প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট;
- এসিডিটির জন্য অ্যান্টাসিড;
- বমির জন্য এভোমিন;
- সর্দি, কাশি বা অ্যালার্জির জন্য হিস্টাসিন;
- পেটে ব্যথার জন্য ফ্লাজিল;
- কিছু হজমি চকলেট।
অতিরিক্ত সর্তকতা
- জুতার ব্যাপারে বাড়তি মনোযোগ প্রয়োজন। আরামদায়ক কেডস হলে ভালো হয়।
- মেয়েদের হিল জুতা ব্যবহার না করাই ভালো।
- ছেলেদের পরিধেয় পোশাক হিসেবে টি-শার্ট ব্যবহার করা উত্তম।
- মেয়েদের স্বর্ণের জিনিস না নেওয়াই ভালো।
- একটি কার্ডে আপনার ঠিকানা লিখে ব্যাগে রাখবেন। ব্যাগ হারিয়ে গেলে যাতে ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে।
- ভ্রমণে দামি মোবাইল ব্যবহার না করাই উত্তম। কারণ ভ্রমণকালে ছিনতাইকারীর কবলে পড়ার সম্ভবনা থাকে।
- মানিব্যাগ সাবধানে রাখবেন। সব টাকা মানিব্যাগে না রেখে কিছু টাকা অন্যকোনো জায়গায় রাখবেন।