সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে রোডমার্চ করেছে বিএনপি। শনিবার বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) থেকে এ রোডমার্চের উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান বলেন, আমাদের দাবি একটাই এই সরকারের পদত্যাগ। সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিতে হবে। তাই জনসম্পৃক্ততা ও সচেতনতা বাড়াতে আজকের এই রোডমার্চ কর্মসূচি।
বরিশাল বিভাগে বিএনপির এক দফার দাবিতে রোড মার্চ উদ্বোধন করে তিনি বলেন, দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে কিছু মানুষ ধনী হয়েছে। কিন্তু সাধারণ মানুষের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে মানুষ অতিষ্ঠ। এ সবের বিষয়ে কথা বলতে গেলে মায়েদের শিশুদের এমন কি সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে। এই অবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে- সে লক্ষ্যে বিএনপি এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।
বিভাগীয় রোডমার্চ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস প্রেসিডেন্ট শাজাহান ওমর বীর উত্তম, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির যুগ্ম-মহাসচিব মজিরবর রহমান সরোয়ার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ জেলা ও মহনগর বিএনপির নেতারা।
রোর্ড মার্চের আগে বরিশাল বিভাগের ৪২টি উপজেলা থেকে নৌ ও সড়ক পথে হাজার হাজার নেতা-কর্মী বঙ্গবন্ধু উদ্যানে জড় হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে পিক আপ-ট্রাক-বাস ছাড়াও শতাধিক মাইক্রো, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে পিরোজপুরের দিকে রোডমার্চটি রওয়ানা হয়। রোডমার্চ বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত যাওয়ার পথে বেশ কয়েকটি সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপির নেতৃবৃন্দ।