বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কামারখন্দে বেড়েছে চুরি ছিনতাই, যেন দেখার কেউ নাই 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৮

সিরাজগঞ্জের কামারখন্দে অস্বাভাবিক হারে বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ থাকার পরও চোর শনাক্ত করতে পারছে না পুলিশ। এতে সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। চুরি-ছিনতাই রোধে জরুরিসভা আহবান করেছে উপজেলা প্রশাসন। 

জানা যায়, গত ০১ সেপ্টেম্বর উপজেলার জামতৈল পূর্ব বাজারে সরকার ফার্মেসির মালিক ফার্মেসির সাটার নামিয়ে সামনে থাকা মসজিদে জুম্মার নামাজ আদায় করে এসে দেখে সাটার উঠানো। ক্যাশ থেকে টাকাও স্মার্টফোন নিয়ে গেছে চোর। যার সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজ থানায় নিয়ে যায় পুলিশ। তবে প্রায় এক মাসেও এ ঘটনায় জড়িত চোরকে আটক করতে পারেনি পুলিশ। 

গত ৯ সেপ্টেম্বর কামারখন্দ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ব্যাটারিচালিত অটোভ্যান রেখে মসজিদে মাগরিবের নামাজ আদায় করছিলেন ভ্যানচালক গোলবাহার হোসেন। নামাজ শেষে এসে দেখেন তার একমাত্র উপার্জনের মাধ্যম সেই ভ্যানটি নেই। পরে তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করেন। 

গত বুধবার উপজেলার ময়নাকান্দি গ্রামে এক শিশুর হাত থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে স্থানীয়দের হাতে আটক হয় দুই ছিনতাইকারী। তবে এটি ছিনতাইয়ের ঘটনা হলেও থানায় চুরির মামলা রুজু করে পুলিশ। 

মাসখানেক আগে উপজেলার কোনাবাড়ী এলাকায় সন্ধ্যার পর এক সপ্তাহের ব্যবধানে দুই মোটরসাইকেল আরোহী ছিনতাইয়ের কবলে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। শুধু তাই নয়, গত শনিবার রাতে ধলেশ্বর কমিউনিটি ক্লিনিকের জানালার গ্রিল কেটে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরেরা। 

গত রোববার ভোরে গোয়াল ঘর থেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ভ্যানচালক চরটেংরাইল গ্রামের ফরিদুল ইসলামের ভ্যান গাড়িটি চুরি করে যায় চোরেরা। উপার্জনের একমাত্র মাধ্যমটি হারিয়ে নিঃস্ব ফরিদুল। 

এ ছাড়াও উপজেলাজুড়ে চুরি-ছিনতাই ভয়াবহ আকার ধারণ করেছে। এসব চুরি-ছিনতাইয়ের ঘটনায় পুলিশের উদাসীনতাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। 

উপজেলার চরটেংরাইল গ্রামের ভ্যানচালক ফরিদুল বলেন, আশির্ধ্বো অসুস্থ মায়ের সপ্তাহে প্রায় ৭০০ টাকার ওষধ লাগে। চিকিৎসা আর সংসারের খরচ সামলাতে কিস্তিতে ব্যাটারিচালিত অটোভ্যানটি কেনা হয়। গাড়িটি চালিয়ে খুব কষ্টে সংসার চালানোর পাশাপাশি মায়ের সপ্তাহে প্রায় ৫০০-৭০০ টাকার ওষধ ও ১ হাজার ৩০০ টাকা কিস্তি দিতাম। কিন্তু গাড়িটি চুরি হওয়ায় আমি নিঃস্ব হয়ে পড়েছি। মায়ের ওষধ, কিস্তি ও সংসার কীভাবে চালাবো? এ নিয়ে খুব দুঃচিন্তায় রয়েছি। 

উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম বলেন, গত এক মাস আগে বড়কুড়া গ্রামের মান্নানের অটোভ্যান থেকে পরপর দুইবার এবং দুই সপ্তাহ আগে শেহরাজ হোসেনের ইজিবাইক থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরেরা। 

রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, গত শনিবার দিবাগত রাতে রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কমিউনিটি ক্লিনিকে চুরি হয়। সেখান থেকে প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি হয়। এ ছাড়াও চৌবাড়ী গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে চুরির ঘটনা বেড়েছে। 

কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম জানান, গত দুই মাসে থানায় সাতটি চুরির মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাটারিচালিত অটোভ্যান চুরির ব্যাপারে গত দুই মাসে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। উপজেলার ময়নাকান্দি গ্রামের শিশুর হাত থেকে মোবাইল নিয়ে যাওয়ার ঘটনায় চুরির মামলায় আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, কামারখন্দে সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তাছাড়া চুরি-ছিনতাই রোধে ব্যবস্থা নিতে কামারখন্দ থানার ওসিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ইত্তেফাক/পিও