বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চেয়ে আমরা দলীয়-শৃঙ্খলা মেনে সমস্ত কর্মসূচি পালন করে আসছি। আগামী ৩ অক্টোবর আমাদের রোর্ড মার্চ। এ যাত্রা পথে যদি আওয়ামী লীগ বা তাদের কোনো অপশক্তি বাঁধা সৃষ্টি করে তাহলে সেটি প্রতিহত করে জীবনের জন্য শিক্ষা দিয়ে দেবে বিএনপি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার রোডমার্চ সাফল্যের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।
এ সময় আব্দুল আউয়াল মিন্টু বলেন, স্বৈরাচারী ভোট ডাকাত অবৈধ সরকারকে বিতাড়িত করে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা দেশের মানুষকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে এই এক দফা আন্দোলনের ডাক দিয়েছি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের চেতনা হচ্ছে স্বৈরাচারী শাসন কায়েম করা। আর বিএনপি সরকারের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা ও দেশেকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া। আমরা আমাদের উদ্দেশ্য থেকে আর পিছু পা হবো না। জীবন দিয়ে হলেও আমরা আমাদের এক দফার দাবি আদায় করে ছাড়বো।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, যারা বিএনপিকে নিয়ে নেগেটিভ কথা বলে, তাদের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। আর কোনো অন্যায় সহ্য করা হবে না। আওয়ামী লীগের এই অনাচার, দুর্নীতি, খুন, গুম থেকে আমাদের রেহাই পেতেই হবে। ২০১৮ সালে কেউ ভোট দিতে পারে নাই। সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের কাজ হচ্ছে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।
যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় না আওয়ামী লীগ। এ কারণে আওয়ামী লীগের বহু নেতাদের পাসপোর্টে যুক্তরাষ্ট্রের ভিসা দিচ্ছে না। সেই পাসপোর্টে আরও অনেক দেশেই ভিসা দেওয়া বন্ধ করে দিবে। সামনে আরও নিষেধাজ্ঞা আসতেছে।
বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যে কোনো কর্মসূচি মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার বিএনপির নেতা-কর্মীরা পালন করবে। আমরা রাজপথে আরও একবার প্রমাণ করে দিবো যে, বিএনপি আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারের পতন ঘটাবে।
রোডমার্চ সাফল্যের প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, জহুরুল হক শাহাজাদা মিয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-গণ শিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবির ও জামাল শরীফ, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলীসহ অনেকে।