শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তুরস্কের পার্লামেন্টের কাছে হামলা

গাড়ি থেকে নেমে যেভাবে নিজেকে উড়িয়ে দেয় হামলাকারী

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২১:৫৭

আঙ্কারায় তুরস্কের পার্লামেন্টের কাছে রোববার ‘সন্ত্রাসী হামলার’ মুহূর্ত একটি নিরাপত্তা ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

শক্তিশালী ওই বিস্ফোরণের পর বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। বিস্ফোরণের শব্দ হামলার স্থান থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা গিয়েছিল।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভিডিওতে দেখা গেছে দুই হামলাকারী সকাল সাড়ে ৯টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল ডিরেক্টরেট অব সিকিউরিটির প্রবেশদ্বারের সামনে একটি বাণিজ্যিক গাড়িতে এসে বোমা হামলা চালায়।

মন্ত্রণালয় আরও বলেছে, ‘সন্ত্রাসীদের একজন নিজেকে উড়িয়ে দিয়েছে এবং অন্যজনকে নিউট্রাল করা হয়েছে। দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।’

টার্গেট করা জেলাটিতে আরও কয়েকটি মন্ত্রণালয় এবং তুর্কি সংসদের আবাসস্থল, যা আজ রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের একটি ভাষণ দিয়ে পুনরায় খোলার কথা ছিল বলে তুর্কি মিডিয়া জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্ত শুরু করছে এবং এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে ইস্তাম্বুলের একটি শপিং স্ট্রিটে বোমা হামলা হয়েছিল। তখন ছয়জন নিহত এবং আরও ৮১ জন আহত হয়।

ইত্তেফাক/এসএটি