শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নাগেশ্বরীতে স্বভাবকবি রাধাপদ রায়ের ওপর সন্ত্রাসীদের হামলা

গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০১:৩০

নাগেশ্বরীতে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন স্বভাবকবি হিসেবে পরিচিত অশতীপর বৃদ্ধ রাধাপদ রায়। তার বাড়ি উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারাপাড় বটতলা। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। থানায় মামলা করেছেন তার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, সাত মাস আগে বৃদ্ধ রাধাপদ রায়ের পরিবারের সঙ্গে পাশের গ্রাম কচুয়াপাড়ের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম ও কদুর রহমানের একটি বিষয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে মাঝেমধ্যেই তারা রাধাপদ রায়কে মারধর ও নানাভাবে হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ গত শনিবার সকালে বৃদ্ধ রাধাপদ রায় বাড়ির পাশের ডুবুরির ব্রিজের কাছে মাছ ধরতে গেলে অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রফিকুল ইসলাম ও কদুর রহমান তার ওপর হামলা চালায়। মারপিট করে গুরুতর জখম করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়। পরে লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহত বৃদ্ধের ছেলে যুগল রায় বাদী হয়ে রফিকুল ইসলাম ও কদুর রহমানকে আসামি করে রবিবার নাগেশ্বরী থানায় মামলা করেন।

যুগল রায় বলেন, এ বছরের চৈত্র মাসের কথা, আমার বড় ভাইয়ের সঙ্গে জনৈক মিলনের একজনের টাকা-পয়সার লেনদেন ছিল। সে সময় ঐ ব্যক্তির পক্ষ নিয়ে কদুর রহমান আমাদের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেদিন বাবা এসবের প্রতিবাদ করায় কদুর আমার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এরপর থেকে মাঝেমধ্যেই তারা আমার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ তারা সুযোগ বুঝে আমার বাবার ওপর হামলা করে প্রাণনাশের চেষ্টা চালায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। রাধাপদ রায়ের স্ত্রী মিনতি রানী বলেন, আমরা গরিব মানুষ। আমার স্বামী বিভিন্ন জায়গায় কবিতা শুনিয়ে, গান গেয়ে যে টাকা আয় করেন, তা দিয়েই আমাদের সংসার চলে। আমি ঐ সন্ত্রাসীদের বিচার চাই।

নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এমএএম