শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইতালিতে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৪:০৮

প্রবাসী নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আদর্শ পরিচয়ের লক্ষে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান ইতালিতে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে।

৩০ অক্টোবর বিকেলে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইতালিতে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মনিরুল ইসলাম। এসময়ে রাষ্ট্রদূত প্রবাসী নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার আহবান জানান।

তিনি বলেন, আমরা সব সময় চেষ্টা করবো এটিকে ষ্টাডি সেন্টার হিসেবে ইউজ করতে। বঙ্গবন্ধুর উপর গবেষণা করবে,বাংলাদেশের উন্নয়নের উপর গবেষণা করবে। বঙ্গবন্ধুর জীবন ও তার সাধনা এবং তার এচিভমেন্ট নিয়ে গবেষণা করবে নতুন প্রজন্ম এবং প্রবাসীরা। এজন্য এই কর্ণারের গুরুত্ব অপরিসীম এবং আশা করছি এটি ধীরে ধীরে আরও সমৃদ্ধ হবে"।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান ইতালির কনসাল জেনারেল  এম, জে,এইচ জাবেদ, শ্রম কনসাল সাববির আহমেদ, ভাইস কনসাল এ,এস,এম তাজ উল ইসলামসহ কন্স্যুলেট কর্মকর্তা ও কর্মচারী বৃন্দসহ মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিকরা।

ইত্তেফাক/এসসি