শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জেলহত্যা দিবসে মালয়েশিয়ায় আওয়ামী লীগের আলোচনা সভা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২০:০১

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। জাতীয় চারনেতা স্মরণে শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলের হলরুমে এই আলোচনা সভা হয়।  মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওত হক জোসেফের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হেসেন পান্না। বক্তব্য দেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান কামাল, মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান সিআইপি, সহ-সভাপতি রাশেদ বাদল, মনিরুজ্জান মনির, জালাল উদ্দিন সেলিম, নুর মোহাম্মদ ভুঁইয়া, মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান, যুবলীগ নেতা রানা গাজী, তারেক,  সাইফুল ইসলাম সিরাজ, যুবলীগ নেতা মওদুদ মোল্লা, ছাত্রলীগ নেতা আনিস প্রমুখ।

সভায় প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধে জাতীয় চারনেতার নেতৃত্ব ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর চার ঘনিষ্ঠ সহযোদ্ধা জাতীয় চারনেতার আত্মাত্যাগের প্রতিদান দিতে হলে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে হবে। আর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন শেখ হাসিনার সরকার। তাই আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।'

মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ সিআইপি  প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

সভাপতির বক্তব্যে মকবুল হোসেন মুকুল বলেন, 'আওয়ামী লীগ পরিবারের সদস্যদের উচিত সাধারণ প্রবাসীদের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্রগুলো সাধারণ প্রবাসীদের কাছে তুলে ধরা। যাতে আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনার গুরুত্ব বোঝতে পারেন।'

আলোচনা সভা শেষে জাতীয় চারনেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ইত্তেফাক/এসসি