শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অস্ট্রিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক শ্যামল

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৪:৩৮

অস্ট্রিয়া আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি খন্দকার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল, সিনিয়র সহ সভাপতি রুহি দাস, সিনিয়র সহ সম্পাদক শাহ কামাল নির্বাচিত হয়েছেন।

ইউরোপের ট্রানজিট খ্যাত অস্ট্রিয়া আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৪ নভেম্বর রাতে ভিয়েনার স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত হয় |সম্মেলনে টেলিকনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য দেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।  তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপি জামাত আগুন সন্ত্রাসে মেতে উঠেছে ,নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তারা বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তে লিপ্ত রয়েছে। এ অপশক্তিকে রুখে দিতে বঙ্গবন্ধুর আদর্শের সকল দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। তিনি সাজা প্রাপ্ত আসামি খালেদা জিয়ার ছেলে  তারেক রহমানের পরোক্ষ নির্দেশে দেশবিরোধী সব অপকর্ম রুখতে দেশে ও প্রবাসে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

নানক প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রবাসবান্ধব সরকার। আওয়ামীলীগ সরকার প্রবাসীদের প্রতি খুবই আন্তরিক। তিনি এ ব্যাপারে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

অস্ট্রিয়ার বিপুল সংখ্যক নেতা কর্মীসহ ইউরোপে বিভিন্ন দেশ থেকে আসা নেতাদের উপস্থিতিতে শেষ হয়েছে এ সম্মেলন। সম্মেলনের শুরুতে  প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পাঠানো বাণি পাঠ করা হয়। বক্তব্য দেন সর্ব ইউরোপ আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম। তিনি আওয়ামী লীগ সরকারের যুগান্তকারী উন্নয়নে সামিল হতে সকলকে আহ্বান জানান।

প্রধান বক্তা সর্ব ইউরোপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব বলেন, ভালো কর্মীরাই একদিন ভালো নেতা হবেন। দল ও কর্মীরা আপনার কাজের মূল্যায়ন নিয়ে যথাযথ স্থানেই নিয়ে আসবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন জার্মান আওয়ামীলীগের সভাপতি বশিরুল আলম সাবু, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, মালটা আওয়ামীলীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার, ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি খোকন মজুমদার, স্পেন আওয়ামীলীগ এর সভাপতি এস আর এস রবিন, স্পেন আওয়ামীলীগের সহ সভাপতি একরামুজ্জামান কিরণ, গ্রিস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সি আই পি শেখ আল আমিন, সুইজারল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামল খান প্রমুখ। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বায়োজিদ মীর,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ, সহ সভাপতি আব্দুল জলিল, আখতার হুসেন, রুহি দাস, ইমরান, সহ সভাপতি মিজানুর রহমান শ্যামল, আওয়ামীলীগ সদস্য আহমেদ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নয়ন হুসেন আইন বিষয়ক সম্পাদক মাহবুব খান শামীম, সদস্য সাইফুল ইসলাম জসিম, দপ্তর সম্পাদক ইমরুল কায়েস, সদস্য মনোয়ার পারভেজ প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার মুক্তিযুদ্ধা বায়োজিদ মীর ,রতন সাহা ,দিদারুল আলম সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সাথে আলাপ আলোচনা করে নতুন কমিটির নাম প্রস্তাব করেন |পরে অনুষ্টানের প্রধান অতিথি সর্ব ইউরোপ আওয়ামীলীগ এর সভাপতি এম নজরুল ইসলাম নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ইত্তেফাক/এসসি