বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত দেয়ার জোর দাবি জানানো হয়েছে কাতার আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগ ও কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে একটি অনুষ্ঠানে এমন আবেদন জানান বঙ্গবন্ধুর খুনী পলাতক আসামীদের বাংলাদেশে ফিরিয়ে নেয়ার সংগ্রাম কমিটি।
কাতার আওয়ামী লীগ ৯ নভেম্বর কাতারের রাজধানী দোহার মারকিউ গ্রান্ড হোটেলের হল রুমে 'মৃত্যঞ্জয়ী মুজিব' বা Ever Alive Mujib নামের একটি স্মরনিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করেন । এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম ।
বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্রসমূহের বিশ জনের বেশি কূটনৈতিক, রাস্ট্রদূতসহ স্থানীয় নাগরিকরা ও হলভর্তি প্রবাসীরা উপস্থিত ছিলেন । বঙ্গবন্ধুর উপর একটি বিশেষ ডকুমেন্টরি দেখানো হয়। ক্ষণজন্মা , সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে দেশি বিদেশি উপস্থিত অতিথিরা তথ্যবহুল এই ডকুমেন্টরি পিনপতন শব্দের নিরবতায় দেখেন ও শোনেন ।
বঙ্গবন্ধুর খুনি পলাতক আসামিদের বাংলাদেশে ফিরিয়ে নেয়ার সংগ্রাম কমিটির আহবায়ক খান লিটন আমেরিকা ও কানাডার কাছে আবেদন জানান এবং উপস্থিত কূটনৈতিকদের কাছে সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, বিচার হলে পৃথিবীতে আর এইরকম জঘন্যতম ঘটনা ঘটবে না। বিশ্ব হবে শান্তিময়।
পাশাপাশি বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করানোর জন্য প্রধানমন্ত্রীকে প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানান। দক্ষ ও পেশাদার কূটনৈতিক হিসেবে বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সুদৃঢ় করা ও রাখার ব্যাপারে অভুতপূর্ব সফলতার জন্য খান লিটন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলামকে বাংলাদেশের পতাকা খচিত উত্তরীয় পড়িয়ে দেন প্রবাসীদের পক্ষ থেকে।
কাতার আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম প্রধান ও সংগ্রামী সাধারণ সম্পাদক ইয়াসিন খান পাশা উপস্থিত অতিথিদের হাতে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' তুলে দেন । এই স্মরণিকাটি সম্পাদনা করেছেন মাহবুবা খান লাকি ও কবি অসীম সাহা।