রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মানুষকে বিনোদন দিতে কন্টেন্ট তৈরি করেন আরিফ হোসাইন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ২০:৩৫

আরিফ হোসাইন (Arif Hossain) একজন বাংলাদেশি বিনোদন কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার। তিনি ২০২১ সাল থেকে কন্টেন্ট তৈরি করে থাকেন। তিনি কন্টেন্ট তৈরি করে থাকেন মূলত শখের বসে। কিন্তু শখের বসে বিনোদন কন্টেন্ট তৈরি করে তিনি এখন একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত পেয়েছেন। 

আরিফ হোসাইন জানান, আমি যখন ফানি কন্টেন্ট করতাম তখন আমার আশপাশের কেউই তেমন সাড়া দেয়নি। কিন্তু আমি যখন দেখলাম আস্তে আস্তে আমার ভিউ ও ফেসবুকে ভালো সাড়া পাচ্ছি, তখন আগ্রহ বাড়তে থাকে। তাই একের পর এক কন্টেন্ট তৈরি করে ফেসবুক পেজে আপলোড করতে থাকি। এখন দেখি আমার ফেসবুকের ফলোয়ার সংখ্যাও বাড়ছে।

তিনি জানান, বর্তমানে আমার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৩ লাখের বেশি। এমনকি, শুধুমাত্র সর্বোচ্চ ভিডিও ভিউ ৬৪ মিলিয়ন পর্যন্ত অতিক্রম করেছে। 

আরিফ হোসাইন আরও জানান, এত ভিউয়ের কারণ হলো আমার ভিডিও মূলত সব শ্রেণির মানুষ দেখতে পারেন। আমি সবসময় চাই, আমার ভিডিওগুলো অন্য সকলের চেয়ে একটু ভিন্ন ধরনের হয়৷ তাছাড়া যেন অশ্লীল কোনও কিছু যুক্ত না হয়। সে কারণেই মূলত কন্টেন্টগুলোকে বিনোদন টাইপের তৈরি করে থাকি।

ইত্তেফাক/পিও