মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

এনামূল হক পলাশের ‘সাদা কালো জীবন আমার’ গানের শুভ মুক্তি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৭:৩১

সামাজিক যোগাযোগমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের ‘সাদা কালো জীবন আমার’। শনিবার (৪ নভেম্বর) জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম  ইউটিউবে ‘কবি এনামূল হক পলাশ Poet Enamul Haque Palash’ নামে একটি চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়েছে। 

সাদা কালো জীবন আমার গানে কণ্ঠ দিয়েছেন সানিয়া রমা ও সুর করেছেন অলক বাপ্পা। 

‘সাদা কালো জীবন আমার’ নিয়ে গীতিকার এনামূল হক পলাশ বলেন, আমাদের সবার জীবনই তো সাদা। আর কখনো কখনো কালো। সাদা মানেই বিষাদ কালো মানেই কষ্ট। সাদা কালো জীবন আমার রোমান্টিক বা বিরহের গান না। এ গানটি একদিকে সুখের ও অন্যদিকে দুখের কথা বলে। তাছাড়া একটা একটা ভাবের গান। আশা করি সব ধরণের শ্রোতার গানটি ভালো লাগবে। 

সঙ্গীতায়োজন করেছেন কেডি বিজন। তিনি বলেন, সাদা কালো জীবন আমার গানটি সবার কথা চিন্তা করেই সুর ও কণ্ঠ দেওয়ার চেষ্টা করেছি। 

সাদা কালো জীবন আমার

কথা - এনামূল হক পলাশ
কন্ঠ - সানিয়া রমা
সুর - অলক বাপ্পা
সঙ্গীতায়োজন - কেডি বিজন

সাদাকালো জীবন ।। এনামূল হক পলাশ

সাদাকালো জীবন আমার দেখিনা রং নয়নে 
সারা দেহ কালো আমার স্বপ্ন দেখি শয়নে।

আমার দেহের ভেতর রাতের আঁধার 
মন আকাশে তারার বাহার 
সাদাকালো আকাশ আমার 
সাজিয়ে রাখি যতনে।

সাদাকালো জীবন আমার দেখিনা রং নয়নে 
সারা দেহ কালো আমার স্বপ্ন দেখি শয়নে।

এই আকাশে তুমি আছো 
সাদাকালো আলো বাঁচো 
আমার ভেতর স্বপ্ন নাচো
চাঁদ শুয়েছে আকাশের চরণে। 

সাদাকালো জীবন আমার দেখিনা রং নয়নে 
সারা দেহ কালো আমার স্বপ্ন দেখি শয়নে।

তোমার ভেতর অন্য স্বরে
জলের ফোঁটা খেলা করে 
ঘুমের ভেতর আছো ঘরে 
ভাংবে সে ঘুম আমার মরণে। 

সাদাকালো জীবন আমার দেখিনা রং নয়নে 
সারা দেহ কালো আমার স্বপ্ন দেখি শয়নে।

ইত্তেফাক/পিও