ইউটিউবার সাকিব খান সিলভার ও গোল্ডেন প্লে বাটন অর্জন করে ইউটিউবের স্বীকৃতি পেয়েছেন। কারণ তার চ্যানেল এক মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে।
সাকিব ২০১৯ সালে মিউজিক ভিডিও, ফানি ভিডিও আপলোড করার মাধ্যমে ইউটিউবের সাথে তার যাত্রা শুরু করেন, তিনি ২০১৯ সালের মার্চ থেকে নিয়মিত তার ভিডিও আপলোড করা শুরু করেন এবং এখন পর্যন্ত একশ'র শর্টসের মধ্যে কমপক্ষে ৪৫টি ভিডিও প্রকাশ করেছেন।
এছাড়াও, তিনি এখন তার ফেসবুক ফ্যান পেজে তার ভিডিও আপলোড করছেন যার ৫ লাখ ৩১ হাজার লাইক এবং ফলোয়ার রয়েছে।
এটি উল্লেখ্য যে, ইউটিউব কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট মাইলফলক অর্জন করলে তার চ্যানেলগুলিকে উৎসাহিত করার জন্য কিছু বিশেষ বাটন দেয় যেমন, কোনো চ্যানেলে ১ লাখ সাবস্ক্রাইব হলে সিলভার আর ১০ লাখ সাবস্ক্রাইব হলে গোল্ডেন বাটন দেওয়া হয়।
বাটন পেয়ে সাকিব বলেন, এটি আমার ভক্তদের ভালোবাসার ফসল। এ কারণেই নিজের কাছে ভালো লাগছে। তবে নিয়মিতভাবে যদি আরও কনটেন্ট দিতে পারতাম, তাহলে হয়তো এত দিনে ইউটিউব কর্তৃপক্ষের কাছ ডায়মন্ড বাটন স্বীকৃতি পেতাম।