চাঁদপুর জেলা এসোসিয়েশন ইন স্পেনের অভিষেক ও পরিচিত সভা হয়েছে, শনিবার( ১১ নভেম্বর) রাতে রাজধানী মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা হয়। সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুদ্দীন রাজীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম মজুমদার, প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা জামাল উদ্দিন মনির।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক সচিব দীন মোহাম্মদ এমদাদুল হক এবং শ্রম সচিব মোঃ মোতাসিমুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইচ এম হারুন আর রশীদ, এতে আরো বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আহমেদ, সহ-সভাপতি কাজি জসীম উদ্দিন, সহ -সভাপতি মোহেব্বুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক সুমন হাওলাদার‘সহ সংগঠনের নেতারা। কমিউনিটির নেতাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন এবং সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, সাবেক সভাপতি এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ-সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাবেক নির্বাচন কমিশনার মো: দুলাল সাফা, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মোজাক্কির , একরামুজ জামান কিরন, মিলটন ভুইয়া কচী, রাসেল দেওয়ান, ফজলে এলাহী, রমিজ উদ্দিন, মিলটন ভুইয়া কচী, মাসুদুর রহমান মাসুদ, ইসলাম উদ্দিন পঙ্খী, আবু জাফর রাসেল, পিয়ার হোসেন সৌরব, রুবেল সামাদ, ইকবাল হোসেন, আবুল কাশেম মুকুল, এস এম মনির, আবুল হোসেন, আব্দুল আউয়ালসহ মাদ্রিদ কমিউনিটির নেতারা।