স্পেনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এর স্পেন আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। ১৬ নভেম্বর রাতে রাজধানী মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা হয়। স্পেন আওয়ামী লীগের সভাপতি এস.আর. আই. এস. রবিনের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আক্তার ও এফ এম ফারুক পাবেল এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী ইমরান আহমেদ।
এতে আরো বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মোঃ মোতাসিমুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, ইফতেখার আলমসহ অনেকে।
উপস্থিত প্রবাসীরা বাংলাদেশ এয়ারপোর্টে হয়রানিসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মন্ত্রী ইমরান আহমেদের কাছে। তারা বলেন বর্তমানে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের সুযোগ থাকলেও প্রবাসে সে সুযোগটি নেই। তাই প্রবাসীদের দাবি পাসপোর্টের তথ্য অনুযায়ী জাতীয় পরিচয় পত্র সংশোধন এবং স্পেন দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদান।
প্রবাসীরা আরো বলেন আমরা রেমিটেন্স যোদ্ধা কিন্তু দেশ থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স আনতে আমাদের অনেক হয়রানির শিকার হতে হয় এবং অধিক টাকার বিনিময়ে একটি পুলিশ ক্লিয়ারেন্স আনতে হয়। সেই বিষয়ে তারা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।