বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গোপালগঞ্জ-১ আসনে মনোনয়ন কিনলেন সাবেক ছাত্রনেতা মিহির

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২২:৪২

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসন হতে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে মনোনয়নপত্র কিনেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মিহির কান্তি ঘোষাল।

সোমবার (২০ নভেম্বর) দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন।

মিহির কান্তি ঘোষাল ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের (১৯৯৪-১৯৯৮) নির্বাচিত সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ছাত্রলীগের (২০০২-২০০৬) যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

ছাত্রজীবনে নেতৃত্বগুনে জনপ্রিয় হয়ে উঠেন মিহির কান্তি ঘোষাল। ছাত্র রাজনীতি শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হন। 

উল্লেখ্য, গোপালগঞ্জ-১ আসনে বর্তমান সংসদ সদস্য লে. কর্নেল ফারুক খান। তিনি আসন্ন নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী।

ইত্তেফাক/এমএএম