বগুড়ার নন্দীগ্রামে বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে চলন্ত ট্রাকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাতভর পুলিশ অভিযান চালিয়ে বিএনপির আট জন নেতাকর্মীকে আটক করেছে।
গতকাল সোমবার দুপুরে তাদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন—নন্দীগ্রাম দক্ষিণপাড়ার আব্দুর রহমানের ছেলে পৌর বিএনপির সহসভাপতি আজিজুল হক রুবেল (৪৫), কচুগাড়ী এলাকার মৃত ময়েজ মিয়ার ছেলে পৌর বিএনপির প্রচার সম্পাদক মজনু মিয়া (৫৫), ওমরপুরের মোশাররফ হোসেনের ছেলে হাবিবুল্লাহ (৩৬), রণবাঘার আব্দুর রাজ্জাকের ছেলে জাকির হোসেন (৩১), একই এলাকার এনামুল হকের ছেলে সেলিম (৩৭), আতাউর রহমানের ছেলে আব্দুল আউয়াল (২৪), রণবাঘা কৈগাড়ীর মৃত ছবির উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৭) এবং হাটলাল গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে একরামুল হক আপেল (৩০)। এর আগে রবিবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের উপজেলার ইউসুবপুর-তেঘরী এলাকায় ট্রাকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্ষতিসাধন করার অভিযোগে অজ্ঞাত ৭০/৮০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ট্রাকচালক দিনাজপুর সদরের কাশিমপুর শিয়ালডাঙ্গার আফছার আলীর ছেলে ফয়সাল আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে কাথম কোয়ালিটি ফিড থেকে একটি খালি ট্রাক নাটোরের সিংড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের ইউসুবপুর-তেঘরী এলাকায় কয়েকটি মোটরসাইকেলে একদল যুবক ট্রাকের সামনে এসে ইটপাটকেল ছুড়তে থাকে। ট্রাক থামিয়ে রেখে চালক দৌড় দেয়। এ সময় ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।