মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

এটিএন নিউজে শুরু হচ্ছে ইসলামিক অলিম্পিয়াড

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪০

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এটিএন নিউজে শুরু হচ্ছে ইসলামিক অলিম্পিয়াড।

আজান, কোরআন তেলাওয়াত, হামদ ও নাতের পরিবেশনা অন্তর্ভুক্ত থাকবে এতে। এসব বিষয়ে পারদর্শী যেকোনো শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।

এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রযোজক ফারুকে আযম জানান, ইসলামিক অলিম্পিয়াডে অংশগ্রহণের রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। তিনটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হিসেবে মোট নয়জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫০ হাজার টাকা।

অলিম্পিয়াডে অংশ নিতে হলে এই লিংকে ক্লিক করে একটি গুগল ফর্ম পূরণ করতে হবে। সেখানে আজান, কোরআন তেলাওয়াত বা হামদ ও নাতের একটি ভিডিও'র গুগল ড্রাইভ লিংক সংযুক্ত করতে হবে। অথবা হোয়াটস্যাপের মাধ্যমে ০১৫৫০৭২০৬১৭ নম্বরে ভিডিও, নিজের নাম ও বিস্তারিত পরিচয় পাঠিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

ইত্তেফাক/এসটিএম

এ সম্পর্কিত আরও পড়ুন