অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক রবিউল কমলের দুটি বই। যারা থ্রিলার পছন্দ করেন তাদের জন্য ‘ফাঁদ’। অ্যাডভেঞ্চার ও রহস্য উপন্যাস পছন্দ করা কিশোরদের জন্য ‘শ্মশানবাড়ি রহস্য’। রোমান্টিক থ্রিলারে আছে প্রেম, প্রতারণা, পরকীয়া, প্রতিশোধ ও খুনের গল্প।
দুই বন্ধুকে উদ্ধারে ছয় কিশোরের ভয়ংকর অভিযানের গল্প কিশোর উপন্যাস। যেখানে প্রতি পদে পদে তাদের বিপদের সম্মুখীন হতে হয়। অ্যাডভেঞ্চার ও রহস্য নিয়ে কিশোরদের জন্য ‘শ্মশানবাড়ি রহস্য’।
রোমান্টিক থ্রিলার ‘ফাঁদ’ পাওয়া যাচ্ছে দুয়ার প্রকাশনীর ৩৫৬ নম্বর স্টলে। কিশোর উপন্যাস ‘শ্মশানবাড়ি রহস্য’ পাওয়া যাচ্ছে রুমঝুমের পরিবেশক প্রতিকথার ৩৩০ নম্বর স্টলে।