সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

বইমেলায় নকিব মুকশির ‌‘পৃথিবী এক সারোগেট মাদার’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৯

অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে কবি নকিব মুকশির নতুন কবিতার বই ‘পৃথিবী এক সারোগেট মাদার’। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। তিন ফর্মার বইটির বিক্রয়মূল্য ১১০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে ঐতিহ্যের ২৫ নম্বর প্যাভিলিয়নে।

নতুন বই সম্পর্কে নকিব মুকশি বলেন, ‘এ বইয়ে আমি বাজপাখির মতো, মডার্ন সুপারড্রোনের মতো আকাশের অনেক ওপর থেকে পৃথিবীর দিকে তাকিয়েছি, দেখতে চেয়েছি পৃথিবীর বর্তমান রূপ, তার ক্ষত ও সুখ কেমন। এ বইয়ে আমি নির্দিষ্ট কোনো ভূগোলের দাসত্ব করিনি, এর ভূগোল পুরো পৃথিবী। ফলে এতে বিশ্ববীক্ষণ হয়তো প্রতিফলিত হয়েছে বেশি। স্বদেশের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংকটও অনু-পরমাণুর মতো চিন্তার গভীরে প্রথিত আছে। আসলে বই নিয়ে কবির বলার তেমন কিছু থাকে না, তার সব বলা না-বলা কবিতাতেই প্রোথিত। ফলে পাঠকেরা কবিতা পড়লেই এর কুসুম সম্পর্কে জানতে পারবেন।'

ইতিপূর্বে নকির মুকশির ৪টি কবিতাবই প্রকাশিত হয়েছে : কাছিমের পিঠে গণতন্ত্র, ভাষাচিত্র প্রকাশনী, ২০১৩; প্রতিশিসে অর্ধজিরাফ, জেব্রাক্রসিং প্রকাশন, ২০১৯; ...দুধের গাই-এজমালি বাগান..., চন্দ্রবিন্দু প্রকাশন, ২০২০; জুতার কিরণ, অনুপ্রাণন প্রকাশন, ২০২০

ইত্তেফাক/পিও