বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

বইমেলায় এনামূল হক পলাশের দুটি বই

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৪

অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে এনামূল হক পলাশের দুটি বই। একটি ‘সুফি কবিতা’। অন্যটি ‘মাহমুদ দারবিশের কবিতা’র অনুবাদ। ‘আমি একজন আরব’। পাওয়া যাবে মেলার ঘাসফুল-এর ১৪৭-১৪৮ নম্বর স্টলে।

বই নিয়ে লেখক এনামূল হক পলাশ জানান, একটি আমার মৌলিক কবিতার বই। আমি দীর্ঘদিনের যাপনের ভেতর অধ্যাত্মবাদ চর্চার চেষ্টা করছি। সেটারই ফসল ‘সুফি কবিতা’। এ ছাড়া আমেরিকা-ইসরায়েল গাজার ওপর যে নিপীড়ন ও অন্যায্য নির্যাতন চালাচ্ছে সেটারও প্রতিবাদ জানানোর ভাষা হিসেবে মাহমুদ দারবিশ অনুবাদ করেছি। 

ইত্তেফাক/পিও