মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

সরকারি পাঠ্যবই বিক্রির পাঁয়তারা, ট্রাক জব্দ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৬

পটুয়াখালীর মহিপুরে ৪ টন সরকারি পাঠ্যবইসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদরাসা সংলগ্ন সড়ক থেকে এসব বই জব্দ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। জব্দ করা বইয়ের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। 

জানা যায়, মোয়াজ্জেমপুর সিনিয়র ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক এসব পাঠ্যবই বিক্রির উদ্দেশ্যে ঝিনাইদহ নিয়ে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করে উপজেলা প্রশাসন। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ট্রাকসহ বইগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এসএআর/পিও