অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক সৈয়দা সালমা খায়েরের উপন্যাস ‘মা’। বইটি প্রকাশ করেছে সৃজন। পাওয়া যাবে বইমেলায় মাত্রা প্রকাশের ৪৬৬ নাম্বার স্টলে এবং ঐতিহ্যের ২৫ নাম্বার প্যাভিলিয়নে।
মা পৃথিবীর সবচাইতে আপন শব্দ। পৃথিবীর দীর্ঘতম স্নেহময় শব্দ। এই মায়ের সুখ-দুঃখ এবং জীবন-যন্ত্রণা নিয়ে লেখা ‘মা’ উপন্যাসে উঠে এসেছে একজন মায়ের করুণ কাহিনি। সন্তানের প্রতি মায়ের ত্যাগ, এই সমাজ মা’কে কীভাবে দেখে- সেই বিষয়টিও অত্যন্ত গভীরভাবে ফুটিয়ে তুলেছেন সৈয়দা সালমা খায়ের।
সম্প্রতি বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেছেন বিশিষ্ট কলামিস্ট একেএম শামসুদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন দশকের লেখকরা উপস্থিত থেকে বইটি সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করেন।