বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

বইমেলায় এহ্সান মাহমুদের নতুন উপন্যাস ‘কোকিল অসময়ে ডাকিয়াছিল’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৫

অমর একুশে বইমেলা-২০২৪ প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক এহ্সান মাহমুদের নতুন উপন্যাস ‘কোকিল অসময়ে ডাকিয়াছিল’। উপন্যাসটি পাওয়া যাবে ‘দুয়ার প্রকাশনীর’ ৩৫৬ নম্বর স্টলে। বইটির প্রচ্ছদশিল্পী আরাফাত করিম।

প্রতিশ্রুতিশীল এই কথাসাহিত্যিকের এটি দ্বিতীয় উপন্যাস। তার প্রথম উপন্যাস ‘একাত্তরের লাল মিয়া’ প্রকাশিত হয়েছিল ২০১৫ সালের বইমেলায়। 

প্রথম উপন্যাস প্রকাশের পরে দীর্ঘ বিরতির পরে প্রকাশিত নতুন উপন্যাস ‘কোকিল অসময়ে ডাকিয়াছিল’ প্রসঙ্গে এই লেখক বলেন, সময়ের হিসেবে প্রায় এক দশক পরে নতুন উপন্যাস পাঠকের সামনে হাজির করা গেল। এই সময়ে নতুন উপন্যাস প্রকাশিত না হলেও অন্যান্য লেখালেখি নিয়ে ছিলাম। এছাড়া কিছু অর্ধসমাপ্ত উপন্যাসের সঙ্গে সময় কেটেছে।

এহসান মাহমুদের প্রকাশিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে- আদিবাসী প্রেমিকার মুখ (কবিতা, প্রকাশকাল ২০১৬), আত্মহত্যার স্মৃতি (কবিতা, ২০১৮) এবং স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার: আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ ২০০৯-২০২৩ (ইতিহাস ও রাজনীতি. প্রকাশকাল ২০২৪)।  

ইত্তেফাক/পিও