অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে কবি মুজতাহিদ ফারুকীর কাব্যগ্রন্থ ‘ছেড়ে যাই সদানন্দপুর’। বইটি প্রকাশ করেছে অনশ্বর প্রকাশন। পাওয়া যাবে লিটলম্যাগ চত্ত্বরের ২৫ নম্বর স্টলে। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
লেখকের অন্যান্য গ্রন্থগুলো ‘কখনও ব্যর্থতাকে (কবিতা), ঝুলে আছে (গল্প), স্বপ্নের দেশে যত যাই (উপন্যাস), নৈরাজ্য একা (উপন্যাস), ২৫ বসন্তের হাওয়া:বাংলাদেশের ছোটগল্প (সম্পাদনা)।