অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে কবি শিহাব শাহরিয়ারের ১২টি কাব্যগ্রন্থ ও নতুন কবিতা নিয়ে ‘কবিতাসমগ্র’। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার লিটলম্যাগ চত্বরের ২৮ নম্বর বৈঠা’র স্টলে। প্রচ্ছদ করেছেন স ম তুহিন। ৩০৪ পৃষ্ঠার এই গ্রন্থে শিহাব শাহরিয়ারের ৫২৫টির মতো কবিতা রয়েছে।
আধুনিক বাংলা কবিতার ঐতিহ্যের পাঠ নিয়ে শিহাব শাহরিয়ার হাঁটছেন স্বতন্ত্র পথে। ব্রহ্মপুত্র নদ, নদীর পাড়ের মানুষ, মানুষের প্রেম, প্রেমহীনতা, অবলোকনগত সমাজ তার কবিতায় ছায়া ফেলে। এ ছাড়াও আছে আবহমান বাংলার জীবন বাস্তবতা, রাজনীতি, মানবতা ও প্রেমের বিস্তার এবং আছে স্মৃতিকাতরতা। শিহাব শাহরিয়ারের কবিতায় আছে প্রযুক্তির বহুরৈখিক সন্নিবেশ।