বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

ট্রাইটেক সলিউশন নিয়ে যাত্রা শুরু করল চট্টগ্রামের বেলভিউ হাসপাতাল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪১

চট্টগ্রামে যাত্রা শুরু করলো বেলভিউ হাসপাতাল। ২২২ শয্যার হাসপাতালটিতে আছে ৪৬টি বিশেষায়িত বিভাগ। ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় এ হাসপাতালের ১২০০ টন ক্ষমতার সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম স্থাপন করা হয়েছে। এই সিস্টেমে এসএমএআরডিটির হাই এফিসিয়েন্সি ম্যাগনেটিক বেয়ারিং চিলার টেকনোলজি ব্যবহৃত হয়েছে।

বেল ভিউ হাসপাতালে রোগীর সেবা গ্রহণে আরামদায়ক করতে আর্কিটেকচারাল ও ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে চট্টগ্রামের আর্কিটেকচারাল ফার্ম ‘প্রণয়ন ডেভেলপমেন্ট সার্ভিসেস লিমিটেড’।

প্রণয়ন আর্কিটেক্টসের প্রিন্সিপাল আর্কিটেক্ট সোহেল মোহাম্মদ শাকুর হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশে প্রাকৃতিক আলো, প্রপার ফ্রেশ এয়ার সার্কুলেশন এবং এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনিংয়ের যথাযথ প্রয়োগ সুনিশ্চিত করেন। 

ইত্তেফাক/এআই