বাংলাদেশ লিটল ম্যাগাজিন সম্পাদক পরিষদের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (১ মার্চ) বিকালে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান লিটল ম্যাগাজিন চত্বরে ‘বাংলাদেশ লিটল ম্যাগাজিন সম্পাদক পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠন করার লক্ষ্যে চতুর্থ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের সকল লিটল ম্যাগাজিনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের জন্য বিস্তারিত আলোচনা হয়।
সভায় মেলায় অংশগ্রহণকারী লিটল ম্যাগাজিন সম্পাদকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ১০১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির মনোনিতরা হলেন
১. আহ্বায়ক: কবি শিহাব শাহরিয়ার – সম্পাদক, বৈঠা।
২. সদস্য সচিব: কবি ওবায়েদ আকাশ – সম্পাদক, শালুক।
যুগ্ম–আহ্বায়ক হিসেবে মনোনীতরা হলেন
১। কবি সুমন শামস – সম্পাদক, নোঙর।
২। কবি মনসুর আজিজ – সম্পাদক, আড্ডাপত্র।
৩। কবি নাহিদা আশরাফী – সম্পাদক, জলধি।
৪। কবি ইসমত শিল্পী – সম্পাদক, নান্দিক‘।
৫। কবি আবির বাঙালি – সম্পাদক, এবং।
৬। কবি আমিরুল বাসার – সম্পাদক, সাম্প্রতিক।
৭। কবি মামুন মোস্তফা – সম্পাদক, লেখমালা‘।
৮। কবি মোস্তাক মুকুল – সম্পাদক, খই।
৯। ওয়হিদুল ইসলাম – সম্পাদক, মঞ্চকথা।
সম্মানিত সদস্য: ১০১ জন লিটল ম্যাগাজিন সম্পাদক।
সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনীত হন:
১। কবি এজাজ ইউসুফী – সম্পাদক, লিরিক।
২। কবি সরকার আশরাফ – সম্পাদক, নিসর্গ।
৩। কবি অনিকেত শামীম – সম্পাদক, লোক।
৪। কবি আনোয়ার কামাল – সম্পাদক, এবং মানুষ।
৫। কবি সাদাতউল্লাহ খান – সম্পাদক, প্রতিবুদ্ধিজীবী।
৬। কবি মাহমুদ হাফিজ – সম্পাদক, ভ্রমণগদ্য।
৭। কবি বদরুল হায়দার – সম্পাদক, কবিতাচর্চা।
সভায় প্রস্তাবিত সিদ্ধান্তসমূহ:
১. পরবর্তী সময় ঢাকায় বাংলাদেশ লিটল ম্যাগাজিন সম্পাদকদের নিয়ে একটি সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঘোষণা করা হবে।
২. ঢাকায় ৩/৫/৭ দিনের একটি লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করা।
৩. দেশের ৮ বিভাগে একটি করে লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করা।
৪. গণগ্রন্থাগার অধিদপ্তর ও জাতীয় গ্রন্থকেন্দ্রে আহ্বায়ক কমিটির মাধ্যমে সকল লিটল ম্যাগাজিন সরবরাহ করা হবে।
৫. নতুন প্রত্রিকা প্রকাশ, ক্রয়-বিক্রয় সহযোগিতা করা।
৬. দেশের বাইরে বইমেলায় অংশগ্রহণ করা।
৭. দুঃস্থ/ অসুস্থ সম্পাদকদের পাশে দাঁড়ানো।
৮. বাংলা একাডেমি আয়োজিত জাতীয় গ্রন্থমেলায় লিটল ম্যাগাজিন চত্বরকে কেন্দ্র করে স্টল বিন্যাস ব্যবস্থাপনা নিশ্চিত করা।
৯. প্রতি বছর শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন ঘোষণা এবং সম্পাদককে সম্মাননা প্রদান করা।
১০. গঠনতন্ত্র, লোগো, প্যাড, সিল, ই-মেইল আইডি, ওয়েব সাইড তৈরি করা।
১১. সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কাছে লিটল ম্যাগাজিনের জন্য অনুদান ও নানামাত্রিক সহযোগিতার পাওয়ার জন্য আবেদন করা।