শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বাংলাদেশের ব্যর্থতার দফারফা ঈদের পরে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:০৪

শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে শোচনীয়ভাবে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। ঘরের মাটিতে এমন হারের পরে ছাড় দিতে রাজি না বিসিবি। ব্যর্থতার বিষয়ে নজর দিতে চায় বাংলাদেশে ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ঈদের পরে শ্রীলঙ্কা সিরিজের ব্যর্থতা নিয়ে কথা বলবেন তারা। গতকাল গণমাধ্যমে জালাল ইউনুস বলেছেন, ‘আমরা ঠিক করেছি ঈদের পর নির্বাচক, কিছু কিছু সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আমরা সবাই বসব। শ্রীলঙ্কার বিপক্ষে যে টেস্ট সিরিজটা হয়ে গেল, এটা নিয়ে আমরা রিভিউ করব। কারণ কিছু কিছু জায়গা আছে সেগুলোতে আমাদের নজর দিতে হবে।’ তিনি টাইগারদের খেলা নিয়ে বলেছেন, ‘এমন হতেই পারে। আসলে ম্যাচ তো হারতেই পারে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয় নাই। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে, যদি ওরা ৫০০ রান করতে পারে তাহলে আমরা ৪৫০ করতে পারলাম না কেন? বা ৪০০ এর বেশি করতে পারলাম না কেন? এখানে একটা বড় আক্ষেপ আছে। এটা একটা হতাশার জায়গা। এটা আমাদের হোম গ্রাউন্ড। দুইটা ভালো উইকেটে খেলেছি। আমরা সিলেট এবং চট্টগ্রামে নিয়েছিলাম ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য, যাতে ব্যাটাররা রান করতে পারে। সেটা হয় নাই।’

দল নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘এখানে কিছু নতুন খেলোয়াড় খেলছে, ওদের একটু সময় দিতে হবে। ২-৩ জন নতুন প্লেয়ার আছে নাম বলছি না, তাদের সময় লাগবে। অভিজ্ঞ যারা ছিল যারা রান করে নাই। কোনো অভিজ্ঞ প্লেয়ার থেকে দুইটা জুটি হলে কিন্তু আমাদের হয়ে যেত। কিন্তু আমরা তাদের কাছ থেকে কোনো জুটি পাই নাই, এটা বড় একটা আক্ষেপ।’ প্রস্তুতির বিষয়ে বলেছেন, ‘প্রস্তুতির জন্য ঘরোয়া লিগ ছাড়া সুযোগ নাই, কারণ সিরিজের পর সিরিজ হতে থাকে। আপনি দেখেন কোনো প্লেয়ার সময় পান বেশি টেস্ট খেলার? এই সুযোগটা নাই। যখনই সুযোগ হয়, তখন সিরিজ হয়। সিরিজের মধ্যে টি-টোয়েন্টি, ওয়ানডে, টেস্ট থাকে। তখন জাতীয় দলের খেলোয়াড়দের মানিয়ে নিয়েই খেলতে হবে। বেশি করে টেস্ট খেলতে পারলে তো ভালোই হতো। কিন্তু সেই সুযোগটা হয় না। এবারও আমাদের ‘এ’ দলের প্রোগ্রাম আছে। তারা পাকিস্তান যাবে, আবার পাকিস্তান দল আসবে এখানে। নিউজিল্যান্ড আসবে এই বছর। ভালো হতো যদি ভারত সিরিজের আগে খেলতে পারত। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা আছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা আছে। কিন্তু সেভাবে সুযোগ পাওয়া যায় না। সুযোগ পেলে আরো ভালো হতো। সিরিজের আগে সুযোগ বের করা বেশ কঠিন।’

এ দিকে ছেলেদের পাশাপাশি ঘরের মাঠে ব্যর্থ হয়েছে মেয়েরাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিরা ধবলধোলাই হয়েছে। এই বিষয়ে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘শারীরিক বা মানসিক দিক থেকে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। ভারত ও ইংল্যান্ড থেকেও। তাদের বিপক্ষে আমাদের মেয়েরা খেলেছে, প্রতিযোগিতা করেছে। সেই জায়গা থেকে আমি মনে করি, মোটামুটি তারা ভালো খেলেছে। আমাদের ব্যাটিংয়ের দিক থেকে কিছু সমস্যা রয়েছে। এটা ঠিক হতে একটু সময় লাগবে। এক থেকে দুই বছরের মধ্যে মোটামুটি ভালো একটা অবস্থানে যাওয়া যাবে। আর বোলিংয়ের দিক থেকে ভালো। তারা অনেক ভালো করছে, সামনের দিকে আরো ভালো হবে।’

ইত্তেফাক/এসটিএম