রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বুধবার ঈদ উদযাপন করবেন জামালপুরের ১৫ গ্রামের মানুষ

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০১:৪৯

প্রতিবছরের মতো এবারও জামালপুরের সরিষাবাড়ীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ১৫ গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ। কাল বুধবার (১০ এপ্রিল) সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি সংলগ্ন জামে মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন।

আজিম উদ্দিন মাস্টার জানান, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছরই এই এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৫ থেকে ১৬ গ্রামের মানুষ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল সকালে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ‘আমাদের ধর্মীয় বিষয়ে সব কিছুই যখন সৌদি আরবকে অনুসরণ করা হয়, সেহেতু ঈদ করলে দোষের কী? মাঝে মাঝে চাঁদের হেরফেরে ৪৮ ঘণ্টা পরেও ঈদ করে বাংলাদেশের মানুষ। প্রযুক্তির এই যুগে সব খবর তো মুহূর্তের মধ্যেই পাওয়া যায়। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করা দোষের কিছু নয়।’ 

ইত্তেফাক/ডিডি