সোমবার, ২৩ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঈদে মেকআপের প্রস্তুতি

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৪:৩১

ঈদের দিনের অপেক্ষায় থাকা হয় গোটা একটি বছর। সবাই চায় নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে। এই প্রস্তুতি চলে রমজান মাসজুড়ে। প্রস্তুতির তোড়জোর বেড়ে যায় ঈদের চাঁদ দেখার পর। কিন্তু কিভাবে নিজের সেরা লুকটি পাওয়া যেতে পারে? সেটি দেখা জরুরি। রাজধানীর অপ্সরা বিউটি পার্লারের কর্ণধার সেলিনা হোসেন জানাচ্ছেন বাকিটা: 

  • আপনার ত্বকে যদি ব্রণ থাকে তাহলে মেকআপ করার আগে ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
  • মুখ পরিষ্কার করার পর ত্বকে ময়েশ্চারাইজার মাখুন। 
  • প্রাইমার নিন এবং তা ত্বকে মিশিয়ে দিন। 
  • ব্রণের দাগ আর চোখের নিচের ডার্ক শ্যাডো ঢাকতে হবে। কনসিলার লাগিয়ে তা করুন। 
  • ত্বকে চেপে চেপে কনসিলার লাগান। অনেকে ঘষেন। এমনটি করবেন না।
  • কনসিলার লাগানোর পর ৫মিনিট অপেক্ষা করুন। 
  • এরপর ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে লিকুইড ফাউন্ডেশন ভালোভাবে মিশিয়ে দিন। 
  • আপনার ত্বকের দাগ তো ঢেকে গেলো।

  • এবার ফেস পাউডার লাগাতে হবে। 
  • দুই গালে ব্লাসন বুলিয়ে দিন। 
  • মেকআপ দীর্ঘ সময় ঠিক রাখতে স্প্রে করুন।
  • পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে শ্যাডো লাগিয়ে নিন। 
  • চোখের নিচে টেনে কাজল দিন। তারপর  দুই বার করে মাশকারা ও ওপরের পাতায় আইলাইনার দিয়ে লাইন টেনে নিন। 
  • ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিন।  

সবশেষে আয়নায় নিজেকে পরখ করে নিন। ভাবুন কেমন হবে আজকের এই আনন্দ ভ্রমণ। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন