বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

স্পেনে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৩:৪৭

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস ইন স্পেনের আয়োজনে রবিবার (১৪ এপ্রিল) রাষ্ট্রদূতের বাসভবনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়।
 
অনুষ্ঠানের শুরুতে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ ও ফরিদা আক্তার আমন্ত্রিত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

দিবসটি উপলক্ষে নারী-পুরুষদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত শিল্পীরা ঐতিহ্যবাহী বাংলা গান পরিবেশন করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা, স্পেন প্রবাসী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্পেন প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরসহ তাদের পরিবার।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে পহেলা বৈশাখের বিভিন্ন প্রকারের সুস্বাদু খাবারের আপ্যায়ন করা হয়।

ইত্তেফাক/এসজেড