স্পেনে যথাযোগ্য মর্যাদায় মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) মাদ্রিদের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুরুতে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ ও মিসেস ফরিদা আক্তার আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিদরাতুল মুনতাহা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কার্লোস মোরেনো ব্লাঙ্কো, মহাপরিচালক, উত্তর আমেরিকা, পূর্ব ইউরোপ, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ স্পেনিস ভাষায় তার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ত্রিশ লাখ বীর শহীদ এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—স্পেনে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী।