চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহলদল দর্শনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে ধরতে গেলে এক কনস্টেবলকে মারধর করে হ্যান্ডক্যাপ নিয়ে আসামি পালানোর আভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। দু’ঘণ্টা পর ৩ বোতল ফেনসিডিল ও হ্যান্ডক্যাপ উদ্ধার হলেও আসামিকে আটক করতে পারিনি পুলিশ।
জানা গেছে, ঐদিন রাত ৮টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৬ সদস্যের একটি দল সীমান্ত শহর দর্শনা আকন্দবাড়িয়া স্কুলপাড়ার একটি বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল হান্নানের ছেলে লাল্টু মিয়া (৩০) পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে হ্যান্ডক্যাপ লাগিয়ে দেয়। এ সময় লাল্টু মিয়া মাদকদ্রব্য অধিদপ্তরের একজন কন্সটেবল চন্চল হোসেনকে বেধড়ক মারপিট করে হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যায়। পরে তার ঘর থেকে ৩ বোতল ফেনসিডিল ও ঘণ্টা দুয়েক পর হ্যান্ডক্যাপটি উদ্ধার করা হলেও আসামিকে আটক করতে পারিনি পুলিশ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. নাজমুল হোসেন জানান, আসামির নামে মামলা দেওয়া হয়েছে। এবং তাকে আটক করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।