মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ফুলবাড়ীয়ায় কিশোর খুন: কিশোর গ্যাং প্রধান ইমন গ্রেপ্তার

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২২:৪৮

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পূর্ব বিরোধের জেরে কিশোর শিপন মিয়া (১৬) নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামি কিশোর গ্যাং প্রধান ইমন ওরফে ইমরানকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান। এ ঘটনায় নিহত শিপনের বাবা আবু তাহের থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জানা গেছে, একই ইউনিয়নের কান্দানিয়া উল্লারচালা গ্রামের আবু তাহেরে ছেলে শিপন মিয়াকে সোমবার সন্ধ্যায় ফোন করে পার্শ্ববর্তী গ্রাম বন্যাবাড়ি এলাকায় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে যায় কিশোর নাইম (১৭)। মেলায় যাবার পথে তর্কবির্তক হয় কিশোরগ্যাং দলের সদস্যদের সাথে। রাতে মেলায় মঞ্চ নাটক চলাকালে শিপনের উপর হামলা চালায় কিশোর গ্যাং ইমানসহ (১৭) ৫ থেকে ৭ জন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শিপনের। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ৩ জন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ঘটনার রাতে শিপনের উপর হামলা করে একদল কিশোর। চিকিৎসারত অবস্থায় সে হাসপাতালে মারা যায়। এ হত্যাকাণ্ডের প্রধান আসামি ইমনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইত্তেফাক/পিও