জীবনের পথে চলতে গিয়ে কত দু:খ, জরা, ক্লান্তি এসে ভর করে মনের কোণে। আসতে থাকে কতশত আঘাত। সেসব সামলাতে গিয়ে মানুষ ভুগতে শুরু করে অবসাদ, হতাশাসহ নানান ধরনের মানসিক সমস্যায়। মনের অস্থিরতায় মানুষ যখন কষ্ট পাচ্ছে, ছটফট করছে যন্ত্রণায় তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসতে বদ্ধপরিকর "প্রিয় ক্যামেলিয়া" গ্রুপটি।
খুব কাছের এক বন্ধুর আত্মহননের ঘটনা ভীষণ ছাপ ফেলে সুইডেন প্রবাসী ক্যামেলিয়া কামালের মনে। তিনি খেয়াল করেন, বাংলাদেশে প্রতি বছর একটা বিশাল অংকের মানুষ আত্মহত্যা করেন। ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক জীবনের জাঁতাকলে পিষ্ট হয়ে অনেকেই মুক্তির উপায় হিসেবে বেছে নেন এই পথ। অথচ একটুখানি মানসিক সাপোর্ট, সহমর্মিতাবোধ জীবনের দিকে ফিরিয়ে আনতে পারে সেসব মানুষকে। তাদেরকে দিতে পারে মনের শান্তি, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা।
তাই ২০২১ সালে ক্যামেলিয়া প্রতিষ্ঠা করেন ফেসবুক ভিত্তিক মানসিক স্বাস্থ্য সহায়তা সম্পর্কিত এই গ্রুপটি। সম্পূর্ণ বিনামূল্যে ফেসবুক পেইজ, গ্রুপ, মেসেঞ্জার এবং ইমেইলের মাধ্যমে এখানে সহায়তা প্রদান করা হয়। কাউকেই যেন রিক্ত হাতে, অবসন্ন মনে ফিরে যেতে না হয়, তাই "প্রিয় ক্যামেলিয়া" গ্রুপের কার্যক্রম ২৪ ঘন্টা জুড়েই চলমান থাকে। পালাক্রমে ভলান্টিয়ারগণ প্রস্তুত থাকেন যেকোনো মুহূর্তে আসা মানুষকে মানসিক সাপোর্ট দিয়ে তাদের কষ্ট লাঘব করতে। এমনকি তাৎক্ষণিক জরুরি সেবা প্রদানের ব্যবস্থাও রয়েছে এখানে।
গ্রুপটিতে জাত, পাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে পরিপূর্ণ গোপনীয়তা বজায় রেখে সকল মানুষের সাথে বৈষম্যহীন এবং সহমর্মিতাপূর্ণ আচরণ প্রদর্শন করা হয়। এখানে কাজ করা প্রতিটা স্বেচ্ছাসেবী সম্পূর্ণ উদার মনে মানুষের কথা শোনেন এবং কোনোরকম জাজমেন্ট করা ছাড়াই, শ্রদ্ধার সাথে আন্তরিকভাবে সাহায্য করে থাকেন।
গ্রুপটি ফেসবুকভিত্তিক হওয়ায় বাংলাদেশের যেকোনো প্রান্তে বসবাসকারী মানুষ নিজের পরিচয় প্রকাশ করে অথবা গোপন রেখে মনের জমানো কথাগুলো গ্রুপে পোস্ট করে শেয়ার করতে পারেন। অথবা চাইলে ইমেইলের মাধ্যমেও সহায়তা চাইতে পারেন। গ্রুপের স্বেচ্ছাসেবীরা পোস্টের কমেন্ট এবং কাউন্সিলিং এর মাধ্যমে মানুষদেরকে মানসিক সাপোর্ট দিয়ে থাকেন।