নড়াইলের লোহাগড়ায় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুকে ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মোস্তফা কামাল (৪৮)। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা।
তার পরিবার ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বাড়ির সামনে তাকে গুলি করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।