বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

গাংনীতে পোলিং এজেন্টের ১ মাসের কারাদণ্ড

আপডেট : ২১ মে ২০২৪, ২১:১৯

মেহেরপুরের গাংনীতে প্রভাবিত করে জাল ভোট দিতে উদ্বুদ্ধ করার অপরাধে এক পোলিং এজেন্টের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত সাইদুল ইসলাম চিৎলা গ্রামের লস্কর শেখের ছেলে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদেরকে প্রভাবিত করার অপরাধে সাইদুল ইসলাম (৩৬) নামের ওই এজেন্টকে কারাদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, সাইদুল ইসলাম এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট ছিলেন। সে ভোটারদেরকে প্রভাবিত করায় তাকে আটক করেন প্রিজাইডিং অফিসার। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। সাইফুলকে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও