সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কোটা বাতিলের আন্দোলন

পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করেই সড়ক অবরোধ চবি শিক্ষার্থীদের

আপডেট : ১১ জুলাই ২০২৪, ২০:৫৫

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে সড়ক ও রেলপথ অবরোধ করতে চট্টগ্রাম বটতলী স্টেশনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা নগরীর টাইগার পাস মোড়ের সড়ক গেলে পুলিশ বাধা দেয়।

এ সময় নারী শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটে এসে সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা জানান, তাদের একদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আশরাফুল করিম বলেন, বাংলা ব্লকেডের নামে কিছু শিক্ষার্থী প্রথমে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন এলাকায় সমবেত হয়। তারা সেখানে সমাবেশ করলে আমাদের আপত্তি ছিল না। কিন্তু পরে তারা টাইগার পাস মোড়ের সড়কের ওপরে বসতে চায়। তখন যান চলাচল স্বাভাবিক রাখতে তাদেরকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করি।

ইত্তেফাক/এসএ