শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

মিউজিক ভিডিওতে দর্শকের মন মাতাচ্ছেন আঞ্জুমান মেহজাবিন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৮

দেশের বিনোদন অঙ্গনে আঞ্জুমান মেহজাবিন বেশ পরিচিত নাম। গ্ল্যামার ও অভিনয় দক্ষতার মেলবন্ধনে তিনি হয়ে উঠেছেন দর্শকদের প্রিয়মুখ। বর্তমানে কাজ করছেন একাধিক মিউজিক ভিডিওতে।

সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত মিউজিক ভিডিও ‘কালা হইলো ভীষণ জ্বালা’ ব্যাপক সাড়া ফেলেছে। ১৬ আগস্ট মুক্তি পাওয়া ভিডিওটি  ইতোমধ্যেই ৩ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে ইউটিউবে। গানটি গেয়েছেন পলক হাসান। গানের কথা লিখেছেন সালাহউদ্দিন শাগর, আর সুর দিয়েছেন পলক হাসান সুমন। 

ভিডিও

মিউজিক ভিডিওটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন শোভ্র মেহরাজ, যিনি নিজেও আঞ্জুমান মেহজাবিনের সাথে এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। ভিডিওতে মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন আরাফাত। 

গানের আবেগময় উপস্থাপনা, আঞ্জুমান মেহজাবিনের অভিনয় এবং গানের সংলাপিক গল্প দর্শকদের মনে গভীর দাগ কেটেছে। 

বর্তমানে আঞ্জুমান মেহজাবিন কাজ করছেন আরেকটি মিউজিক ভিডিওতে। নতুন মিউজিক ভিডিওতেও তার সহশিল্পী হিসেবে থাকছেন শোভ্র মেহরাজ।

ইত্তেফাক/এআই
 
unib